সোমবার রাতে হংকংয়ে ১২০ জনেরও বেশি যাত্রী বোঝাই একটি ফেরি অপর এক ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে লামা দ্বীপের কাছে ডুবে গেলে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন। এ দুর্ঘটনার জন্য ছয় ক্রু গ্রেপ্তার হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তামন্ত্রী তাই তুং-কোক। মানুষকে মৃত্যুর মুখে মুখে ঠেলে দেওয়ার জন্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এটি ছিল হংকংয়ের ইতিহাসে অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনা।  

অন্ধকারের জন্য উদ্ধার কাজ ব্যাহত হলেও এ ঘটনায় জড়িত অভিযোগে আরো কয়েকজন গ্রেপ্তার হতে পারে বলে জানান পুলিশ প্রধান সাং ওয়াই-হাং।

যে ফেরিটির সঙ্গে ধাক্কা লেগেছে ওই ফেরিটির স্বত্ত্বাধিকারী কোলুস ফেরি হোল্ডিংস। জানিয়েছে, ওই ফেরিটি নিরাপদেই লামা দ্বীপে ভিড়েছে। ফেরিটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।