দক্ষিণ সুদানের ওপর গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার ফলে তারা জানিয়েছে যে হ্যাগলিগ তেল ক্ষেত্র থেকে তারা সৈন্য প্রত্যাহার করে নেবে। দক্ষিণ সুদান, সুদানের কাছ থেকে তারা ঐ এলাকা দখল করে নেয়।

সরকারী মুখপাত্র দক্ষিণ সুদানের রাজধানী যুবায় সংবাদিকদের জানান যে প্রেসিডেন্ট সাল্ভা কির হ্যাগলিগ থেকে সেনা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব দক্ষিণ সুদানের পক্ষে হ্যাগলিগ অবরোধকে আইন সংগত নয় বলে উল্লেখ করেন এবং তা সুদানের সার্বভৌমত্বের ওপর হুমকী স্বরুপ।

সুদানে যুক্তরাষ্ট্রের বিশেষ দুত প্রিন্সটন লেম্যান বৃহসপতিবার বলেন উভয় পক্ষই বড় ধরণের লড়াই এড়ানোর পক্ষে।

তিনি জুবা এবং খার্তুম দুটো শহরেই আলোচনা করেছেন এবং বলেন নিশ্চিত দুপক্ষই যুদ্ধ নয় বরং এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে।