তিনি একজন মা। মহান মা। গভীর ভালোবাসায় বড় করেছেন, লালন-পালন করেছেন ৩১টি সন্তান। ৮৮ বছর বয়সী এই নারীর সবচেয়ে ছোট সন্তানটির বয়স মাত্র এক সপ্তাহ! অবিশ্বাস্য হলেও সত্যি। চীনের জেখিয়াং প্রদেশের ঝিসহুয়া এলাকার বাসিন্দা লৌ জিয়াওইং এই বয়সে এসেও মা হয়েছেন। সত্যিকার মা নন। তবে সত্যিকারের মায়ের চেয়েও বেশি। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অভাগা শিশুদের মা তিনি। এসব শিশুকে হয়তো তাদের মা-বাবাই রাস্তায় ফেলে গিয়েছিলেন সযতনে! গত সপ্তাহে একটি হতভাগ্য নবজাতকসহ এ সংখ্যা দাঁড়াল ৩০-এ। নিজের গর্ভজাত এক সন্তানসহ সংখ্যাটা ৩১।
গত সপ্তাহে যাকে পাওয়া গেছে সে একটি মেয়েশিশু। বাড়ির কাছেই একটি রাস্তার পাশে রাখা আবর্জনায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পাওয়া গেছে একে। তিনি জানান, ১৯৭২ সালে তিনি প্রথম রাস্তার পাশের আবর্জনা থেকে একটি শিশু কুড়িয়ে আনেন। সেই থেকে শুরু। এই বয়সে এসেও থেমে নেই তিনি। অথচ তিনি মারাত্মক কিডনি রোগে (কিডনি ফেইলিয়র) আক্রান্ত। তার ওপর বয়সজনিত সমস্যা তো আছেই। তার সবচেয়ে ছোট ছেলে জাং কিলিনের বয়স সাত বছর। জিয়াওইংয়ের একমাত্র গর্ভজাত মেয়ে ৪৯ বছর বয়সী জাং কেইং। মায়ের পালিত শিশুদের দেখাশোনায় সহায়তা করছেন। আর স্বামী বেঁচে থাকতেও একইভাবে সাহায্য করতেন বলে জানিয়েছেন তিনি। ডেইলি মেইল।