কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল জলিল (৪৩) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আব্দুল আজিজের ইটভাটায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আব্দুল জলিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকা)’র আঞ্চলিক নেতা ছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সিএ হালিম জানান, রাত ৩টার দিকে জেলা গোয়েন্দা ও মিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ইটভাটায় আব্দুল জলিল তার দলবল নিয়ে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জলিল ও তার দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে আব্দুল জলিল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় পালিয়ে যায় তার সহযোগীরা।
পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দু’টি বোমা ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত জলিলের বিরুদ্ধে ৪টি হত্যাসহ প্রায় ৬টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।