ফরিদপুর সদর উপজেলার শহরতলীর বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে আরিফ হোসেনের বাড়ীতে গত মধ্যরাতে ডাকাতিকালে গণপিটুনীতে হাকিম(২৮) নামের এক ডাকাত নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ ডাকাতকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতরাতে ৭-৮ জনের একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জনৈক আরিফের বাড়ীতে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে বাড়ীর সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ৩ জন কে আটক করে গণধোলাই দেয়।
এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ হাকিম(২৮), খোকন(২৭), সামচু(২৮) নামের ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পর-পরই হাসপাতালে হাকিমের মৃত্য হয়।
ডাকাতি ঘটনায় নিহত ও আহত সকলের বাড়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার সাবিয়াল গ্রামে।