চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ও অক্সিজেন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু এবং চারজন আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে একটার দিকে বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় যাত্রীবাহী লেগুনা উল্টে গিয়ে মারা যান সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি।

তিনি আজাদ এক্সপ্রেস পার্শ্বেল সার্ভিসের অক্সিজেন শাখার ব্যবস্থাপক ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিসুর রহমান বলেন, এ দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- মো. হীরা (২৫), জাহিদ (২০), দিদার মিয়া (২৬) ও শিবু কুমার (২৭)। এছাড়া, মঙ্গলবার রাত দশটার দিকে আগ্রাবাদ শেখ মুজিব সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সেকান্দরের (৩৫) মৃত্যু হয়েছে।

তিনি মুন্সীগঞ্জের নাহার পাড়া এলাকার কালু মুন্সীর ছেলে। কনস্টেবল আনিস জানান, গুরুতর আহতাবস্থায় সেকান্দরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।