মঙ্গলবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে পোস্টার লাগানোর সময়  ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কোটচাঁদপুর আলিয়া মাদ্রাসার ছাত্র শরিফুজ্জামান, আজিজুর রহমান, ইয়াসিন আলী, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান ও আকরাম বিশ্বাস।

কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।