জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাশীনাথপুর গ্রামে এক চাচা ফলার আঘাত করে তার ভাতিজাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে নিহত রেজাউল ইসলামের (২৮) লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রেজাউল ওই গ্রামে হাবিবুর রহমান ম-লের ছেলে।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনায় পর লাশটি শৈলকুপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পে নিয়ে যায় তারা।
শৈলকুপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন জানান, জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে তাদেও পারিবারিক বিরোধ চলে আসছে।
মঙ্গলবার রেজাইল তার বাবার সঙ্গে একটি জমি চাষ করতে গেলে দেলওয়ার ও তার অন্য ভাইয়েরা বাঁধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় গ্রাম্য মাতব্বররা বুধবার এ নিয়ে সালিশ করার সিদ্ধান্ত নেয়।
রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের সদস্যদের মধ্যে আবারো বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে চাচা দেলওয়ার ফলা দিয়ে আঘাত করলে রেজাউল ঘটনাস্থলে নিহত হন।
এ সংঘর্ষে জড়িত দেলোয়ারসহ অন্যরা পলাতক রয়েছে।