নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার সাড়ে ১১টার দিকে পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম (৫২) পৌরসভার ভাটিয়া এলাকার মমতাজ শেখের স্ত্রী।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, পৌরসভার সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মটর সাইকেল আকলিমাকে ধাক্কা দেয়।
আহত আকলিমাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে মটর সাইকেলটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।