হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পঁচাটিলা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে মানিক মিয়া (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক মিয়া মৌলভীবাজার সদর উপজেলার কাগবলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টায় স্থানীয় লোকজন পঁচাটিলা পাহাড়ি এলাকায় বৃদ্ধ মানিক মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে রাত পৌনে ২টায় নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন- লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।