নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে শিবপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু জানান।

তিনি বলেন, ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহনের বাসটি মরজালে একটি সেতুর ওপরে উঠলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে সেতুর রেলিং ভেঙে বাসটি নিচে ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নরসিংদীর রায়পুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামসুল হক (৬২)।

আহতদের নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই নান্নু জানান।