পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রঞ্জু উপজেলার আরিফপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ মামলায় আদালত থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রঞ্জু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি আরও জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতার রঞ্জু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।