বরিশালে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের চাপায় এক গৃহবধু নিহত হয়েছেন। রোববার সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এই দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘাতক বাসটি আটক করার পুলিশের আশ্বাস পেয়ে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।

নিহত গৃহবধু মোর্শেদা বেগম (২৮) উজিরপুর উপজেলার মু-পাশা গ্রামের মো. মহসিন হাওলাদারের স্ত্রী।

উজরপুর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে সকাল সাড়ে নয়টায় যাত্রী নিয়ে ঈগল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

সকাল ১০টার দিকে নতুন শিকারপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোর্শেদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ঘাতক বাসটি আটকের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠিয়েছে।

এই ঘটনায় উজিরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।