জমি নিয়ে বিরোধের জের ধরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু পাচ মাথা গ্রামে বড় ভাইকে কুপিয়ে তারই ছোট ভাই হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ছোট ভাই লুৎফর ছোরা দিয়ে মাথায় আঘাত করলে বড় ভাই আজিজুল ইসলাম গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে সে মারা যান তিনি। লুৎফর আজিজুলের বিমাতা ভাই।

এ ঘটনায় নিহত আজিজুলের স্ত্রী রাহেনা বেগম গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহতের স্ত্রী রাহেনা বলেন, “জানানোর পরেও পুলিশকে ঘটনাস্থলে আসেনি; এমনকি হত্যাকারী লুৎফরকে গ্রেপ্তার করেনি।”

তবে রাহেনার অভিযোগ অস্বীকার করে গঙ্গাচড়া থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, “আসামীকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।”