বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার দুপুর ২টায় আলোচান সভা, প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো, মকন মিয়া, সাধারণ সম্পাদক তুরন মিয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত গীতিকার মালেক খান, চ্যানেল এস ইউকের প্রযোজক-পরিচালক সওকত আহমদ ও বাউল সমিতি সিলেট জেলা শাখার পৃষ্ঠপোষক মটুক মিয়া প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন ফকির মহাজন আফছান উদ্দিন।
বাউল সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন।