হবিগঞ্জের বাহুবল উপজেলার মানিকা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে।

পূর্ব বিরোধকে জেরে বুধবার সকালে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে ইউপি সদস্য দিলারা খাতুন (৩৫)সহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

নিহত আব্দুল আলী উরপে রাধু (৬০) বাহুবল উপজেলার মানিকা গ্রামের মৃত আশরফ উল্লার ছেলে।

সংঘর্ষে আহত ইউপি সদস্য দিলারাসহ ২৬ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি আজিজুর রহমান সরকার জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে।

স্থানীয়রা জানায়, সাতকাপন ইউপি সদস্য দিলারা খাতুন ও জয়নাল মিয়ার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

স¤প্রতি দিলারা খাতুন জেলা পরিষদের অর্থায়নে এলাকার কবরস্থানে একটি সীমানা প্রাচীর নির্মাণ করেন।

মঙ্গলবার রাত একটার দিকে ইউপি সদস্য জয়নাল মিয়াসহ তার লোকজন প্রাচীরটি ভেঙ্গে ফেলেন।

বুধবার সকাল ৮টার দিকে দিলারা আবারো প্রাচীর নির্মাণ করতে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ বাধে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।