নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত ডা. আইভী বা শামীম ওসমান কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  তারা দুজনই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান।
নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শামীম ওসমান ও ডা. আইভীর মধ্যে যে কোনো একজন তাদের মনোনয়ন প্রত্যাহার করবেন বলে গত কয়েকদিন ধরে শহরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কেউই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। দুজনই নির্বাচনের ব্যাপারে রয়েছেন অনঢ়। ইতিমধ্যে দলের হাইকমান্ড ঢাকায় শামীম ওসমান এবং ডা. আইভীকে নিয়ে কয়েক দফা বৈঠক করেও প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।

এনসিসি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৮ মেয়র প্রার্থীর মধ্যে ২ জন গতকাল বুধবার তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ২৭টি ওয়ার্ডের ২৫৫ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত ৯ নারী