নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী শামীম ওসমানের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন সাংগঠনিক সম্পাদক। তারা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমানের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।
শামীম ওসমানের সঙ্গে একমঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতারা বলেন, সিটি করপোরেশন নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। এজন্য আনুষ্ঠানিকভাবে দলীয় সমর্থন দিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে। প্রার্থী সমর্থনের ব্যাপারে নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।