নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন কে পাচ্ছেন তা চুড়ান্ত হবে আগামীকাল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শনিবার পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিষয়ে গতকাল পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
সকাল ১০ টায় দুই প্রার্থীর সঙ্গে দলের নেতারা বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ তিনি একথা জানান। তিনি বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ কয়েকজন নেতা দুই প্রাথীর সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেবেন।
এদিকে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং এ কে এম শামীম ওসমান নির্বাচনের সব ধরনের প্রসুত্মতি সম্পন্ন করেছেন । শেষ পর্যন্ত কেন্দ্র নতুন কোন সিদ্ধান্ত নিয়ে দল সমর্থিত প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করবে কি না, বা কেন্দ্রের প্রার্থিতা উন্মুক্ত সিদ্ধান্তে অনড় থাকবে_ এ বিষয় নিয়েও ব্যাপক আলোচনা চলছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে।