আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিরোধী দল বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা মেনে নেয়ার আহবান জানিয়েছেন।

বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহবান জানান।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নিন। আওয়ামী লীগ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। চাইলে মন্ত্রীত্ব পেতে পারেন। নির্বাচনকালীন মন্ত্রিসভায় আসতে পারেন।’’

সম্প্রতি বিবিসিতে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন,  নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। নির্বাচনের সময় বর্তমান সংসদ অকার্যকর থাকবে এবং নির্বচন পরিচালনার জন্য নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। সেই মন্ত্রিসভায় বিএনপি চাইলে তাদেরও রাখা হবে।

হানিফ বিরোধী দলকে সংসদে আসার আহবান জানিয়ে বলেন, ‘‘আন্দোলনের নামে সহিংস কর্মসূচি পরিহার করে দেশের উন্নয়নের স্বার্থে সংসদে আসুন।’’

শ্রমিক লীগ আয়োজিত এই শোকর‌্যালি শেষে তিনি বলেন, ‘‘শোককে শক্তিতে রূপান্তর করে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’’

সমাবেশে শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।