আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী এ কে রতন। তিনি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ভোরে ৩২ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুর রাজ্জাক। হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, রক্তে উচ্চচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।