ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন,আমিই বিএনপির ঢাকা জেলার নির্বাচিত সভাপতি । আর এই পদে বহাল থাকা নিয়ে দলের ভিতরে-বাইরে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। রোববার জাতীয় প্রেস কাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, বর্তমানে আব্দুল মান্নান ঢাকা জেলা বিএনপির সভাপতি হিসেবে  যে নিজেকে  দাবি করেন সে দাবি অবৈধ। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আমার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও নির্বাচিত জেলা সভাপতির পদ স্বাভাবিকভাবেই পুনুরুজ্জিবীত হয়েছে। উল্লেখ্য গত বছর ২১ নভেম্বর বিএনপি’র স্থায়ী কমিটি গঠনতন্ত্রের ৫(গ) ধারার অধীনে তার বিএনপির প্রাথমিক সদস্যপদ বাতিল করে। এরপর সম্প্রতি সে আদেশ তুলে নিলে তার দলীয় পরিচয় অনেকটা ঢাকা পড়ে যায়।এরই প্রোপটে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেহেতু দলের যেকোনো পদপ্রাপ্তির শর্ত হলো দলের প্রাথমিক সদস্য থাকা তাই প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এ দুটি পদও ফিরে পেয়েছি।তিনি এ সময় বলেন, নবগঠিত একটি রাজনৈতিক দলের সঙ্গে তার জড়িত থাকা নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে প্রতিবাদ করে বলেন, “বিএনপি আমাকে অনেক দিয়েছে। বিএনপির কাছ থেকে অনেক পেয়েছি। আমি কেন বিএনপিকে ভাঙবো? যারা এসব কথা বলছে তারা  ষড়যন্ত্র করছে।