রবিবার সানায় হাজার হাজার সরকার বিরোধী প্রতিবাদকারী প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর দেশ ত্যাগ উদযাপন করে।

তারা আশা করছে মি সালেহ যে দেশ ত্যাগ করেছেন তা স্থায়ী ভাবে এবং তার ৩৩ বছরের শাসন আমলের অবসান হবে।

ওদিকে ইয়েমেনের দ্বিতীয় বৃহত্ শহরের কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বন্দুকধারীরা চার সৈনিককে হত্যা করেছে। কর্মকর্তারা বলেছেন তাইজ শহরে রবিবার সহিংসতায় আক্রমনকারীদের একজন নিহত হয়।

ইয়েমেনের সৈরশাসক প্রেসিডেন্ট সৌদী আরবে চিকিত্সার জন্য দেশ ত্যাগ করার এক দিন পর প্রাসাদে এই হামলা হলো।