ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে চারদলীয় ঐক্যজোট থেকে বেরিয়ে যেতে  ঘুষের প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ।

একই বছর ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত একটি তারবার্তা ওয়াশিংটনে পাঠান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কাউন্সেলর ডিসি ম্যাককুলঘ।২০০৪ সালের ১৪ ডিসেম্বর এক নৈশভোজে তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের এসব কথা জানান।
উইকিলিকস প্রকাশিত ওই তারাবার্তায় বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে আমিনী হাসিনাকে অবিবেচক বলে মন্তব্য করেন। এ ছাড়া ফজলুল হক আমিনী জামায়াতে ইসলামীকে ক্ষমতার কাঙ্গাল বলে অভিহিত করেন। জামায়াতে ইসলামীর সমালোচনার পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরকে প্রশিক্ষণপ্রাপ্ত চরমপন্থি সংগঠন বলে অভিহিত করেন তিনি। উইকিলিকস প্রকাশিত তারাবার্তায় আমিনি মার্কিন কর্মকর্তাদের জানান, তিনি বাংলাদেশকে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামী ঐক্যজোট সম্পর্কে ভুল বোঝাবুঝি রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের জানান তিনি।
তারবার্তাটির মন্তব্য অংশে বলা হয়েছে, জামায়াতে ইসলামী-ঐক্যজোটের দ্বন্দ্ব সম্পর্কে সবাই জানলেও একে অপরের সমালোচনার তিক্ষষ্টতা অপ্রত্যাশিত। জামায়াতকে ইসলামী ঐক্যজোট সম্পর্কে জিজ্ঞাসার পর তারাও একই প্রতিক্রিয়া দেখিয়েছিল। ঘুষের বিষয়টি দুই সপ্তাহ আগে আওয়ামী লীগবিরোধীদের কাছে আমরাও শুনেছিলাম।