বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চলের রোর্ড মার্চের দ্বিতীয় দিনের কর্মসুচী শুরু করেছেন। সকাল ১০ টা ৪৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউজ থেকে এ কর্মসুচী শুরু করেন।
তিনি এখন নওগাঁয়ের পথে রয়েছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে আসেন মহিলা দল নেত্রী ,নওগাঁয় জেলা মহিলা দল সভানেত্রী ও সাবেক এম পি রিহান আঁকতর রনি । নওগাঁয় তিনি কর্মসূচী শেষ করে যাবেন চাঁপাইনবাবগঞ্জে। সেখানে একটি জনসভায় বক্তৃতা করবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছে নওগাঁবাসী। আজ তিনি সেখানে যাবেন ও ভাষন দিবেন। বুধবার সকাল ১১টায় নওগাঁর এটিম হাইস্কুল প্রাঙ্গণে পথসভার আয়োজন করা হয়েছে। নওগাঁর পথে পথে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে শত শত তোরণ নির্মাণ করা হয়েছে।
এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। রাজশাহীতে আজ তার কর্মসূচী না থাকলেও ফেরার পথে বিরতি নিতে পারবেন বলে জানা গেছে। উত্তরাঞ্চরেলর রোর্ড মার্চ শেষ করে আজ রাতেই বেগম খালেদা জিয়ার ঢাকায় ফেরার কথা রয়েছে।