দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধী নেতা খালেদা জিয়াকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় সমর্থন দেয়ার কথা স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এক আলোচনা সভায় বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে সাবেক প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহম্মদকে সমর্থন করার ভুলের কথা খালেদা জিয়া স্বীকার করায় আমি তার প্রশংসা করছি। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার সমর্থন দেয়ার কথাও স্বীকার করে নিতে পারেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়া ২ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সভায় স্বীকার করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইয়াজুদ্দিনকে সমর্থন করা ছিল ভুল।
সুরঞ্জিত বলেন, ইয়াজুদ্দিনকে সমর্থন করা বিএনপি চেয়ারপারসনের একমাত্র ভুল ছিল না। ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং যুদ্ধাপরাধ বিচার বিলম্বিত করার জন্য তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, ‘রাজনীতিতে ভুল হওয়াটা স্বাভাবিক। তবে এই ভুলের সংশোধনেরও অবকাশ আছে। ভুল স্বীকার করা অনেক ভালো।