চট্টগ্রামের উদ্দেশে ঘোষিত রোডমার্চ কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে  বিএনপি। নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ১৯ ও ২০শে নভেম্বর। গতকাল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানান, অক্টোবরের শেষদিকে চট্টগ্রাম বিএনপির বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ নেতার হজে যাওয়ার সিডিউল রয়েছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা-কর্মীও ওই সময় হজের উদ্দেশে সৌদি আরব অবস্থান করবেন। চট্টগ্রাম বিএনপির কয়েক জন নেতা জানান, অক্টোবরের শেষ সপ্তাহে খোদ মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই সৌদি আরব থাকবেন। এমন পরিস্থিতিতে বুধবার রাতে নেতারা বিষয়টি খালেদা জিয়ার কাছে তুলেন। হজ সিডিউলের কারণে তিনি চট্টগ্রামের উদ্দেশে ঘোষিত ২৫-২৬শে অক্টোবরের রোডমার্চ কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেন। এদিকে রোডমার্চের নতুন দিনক্ষণ ঠিক করতে গতকাল বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রামের সিনিয়র নেতারা।