জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও আপনারা সুযোগ দিলে জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত আপনাদের খেদমত করে যাবো। জাতীয় পার্টি কারো সাথে তাবেদার হিসাবে না থেকে আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে।
শুক্রবার বিকেলে রাজশাহী যাওয়ার পথে পুঠিয়া উপজেলার ত্রিমোহনী মোড় বাজারে এক পথসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ২০ বছর আগে ক্ষমতা ছেড়েছি, তখন দেশের মানুষ শান্তিতে ছিল। পরে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন রোধ, আইনের শাসন কায়েম, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস রোধ করে দেশ বাঁচাতে জাতীয় পার্টি মহাজোটে যোগ দেয়। তবে সরকার জাতীয় পার্টিকে দেওয়া সকল প্রতিশ্রুতি এখনও পূরণ করেনি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে দেশের উন্নয়ন হয়েছে। জনগণের মধ্যে শান্তি ছিল। মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও সাধারণ মানুষের আস্থা অর্জনে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই।
সাবেক এ রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এমপি শুক্রবার সন্ধ্যায় রাজশাহী পৌঁছছেন।