গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১২০ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও গাড়ি পোড়ানোর মামলায় ঘটনার সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) তাদের চার্জশিটভুক্ত আসামি করে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়।
আজহারুল ইসলাম ছাড়াও চার্জশিটে উল্লেখযোগ্য আসামিরা হলেন_ ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলম প্রমুখ।
১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরকর্মীদের সংঘর্ষ-ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটে। পরে রমনা ও পল্টন থানায় পৃথক মামলা দুটি হয়। এদিকে অপর একটি মামলায় আজহারসহ ৪ জামায়াত নেতা জামিন পেয়েছেন।