রাজধানীর বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টিতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে ৬৭ জনকে। এর মধ্যে পল্টন থানা পুলিশ ৪৪ জনকে, রমনা থানা পুলিশ এক জন এবং শাহবাগ থানা পুলিশ বাকি ৮ জনকে গ্রেপ্তার করেছে।
আজ বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর এলাকায় জামায়াত কর্মীরা পুলিশের প্রিজন ভ্যান ও দুটি মটর সাইকেলসহ বাস, প্রাইভেট কার, পিকআপসহ আন্তত ১৫টি গাড়িতে আগুন দেয়। এবং আশেপাশের ভবনের কাঁচ ভাঙচুর এবং ফুটপাতের রেলিং ভেঙে ফেলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ছুঁড়ে । প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষ বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর এবং কাকরাইল থেকে মৎস্যভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালাতে থাকে।
জামায়াতকর্মীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের কারণে ওইসব এলাকায় যান চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে যানচলাচল শুরু হয়।
প্রতিরোধ গড়ে তোলে।
এতে বলা হয়, পুলিশের পিটুনিতে অন্তত ৩০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশ জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।