বিরোধী নেত্রী খালেদা জিয়ার সরকার পতনের ঘোষণার রসিকতা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলীয় নেত্রী না, ফাইনাল আমরা খেলব। আর তা হবে আগামী নির্বাচন। সে খেলায় আমরা জনগণের রায় মেনে নেব।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালবামের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলীয় নেত্রী রোডমার্চের পরই ফাইনাল খেলার কথা বলেছেন। কিন্তু আমরা যদি তার জনসভাকে প্রথম রাউন্ড ধরি, দ্বিতীয় রাউন্ড তাহলে হবে তার রোডমার্চ। বাকি তৃতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল না খেলে তিনি কীভাবে ফাইনাল খেলবেন? আপনারা মানবেন কি না এটাই সন্দেহ। দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ইতিহাস পৃথিবীর কোথাও নেই। এটি খালেদা জিয়ার দিবাস্বপ্ন বা কল্পনা বিলাস মাত্র।