টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচনের পরিবেশ নেই অভিযোগ করে তারা এ নির্বাচনও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

তাদের মতে, উপনির্বাচনের নামে যা হচ্ছে তা সরকারের এক ধরনের পাতানো খেলা। বিএনপি এসব খেলা থেকে নিজেদের দূরে রাখতে চায়। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত বিএনপি কোনো ধরনের নির্বাচনে অংশ নেবে না।

টাঙ্গাইল-৩  আসনের উপনির্বাচন নভেম্বরের ১৮ তারিখে অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নির্বাচনকে সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা কমিশনের পক্ষ থেকে নেয়া হবে বলেও কমিশন জানায়।

বিরোধী দলকে এ নির্বাচনে অংশগ্রহণে কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে রোববার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘‘কমিশনের কাজ হলো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়া। কাউকে নির্বাচনে আসতে বাধ্য করা কমিশনের কাজ নয়। যাদের ইচ্ছা তারা নির্বাচন করবে, ইচ্ছা না হলে নির্বাচন করবে না।’’

উল্লেখ্য, সরকারদলীয় সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।