নয়াপল্টনের সমাবেশে মঙ্গলবার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর এই দাবি নাকচ করে দিয়ে বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন করার সুযোগ নেই৷

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন আদালতের সিদ্ধান্তেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে৷ সৈয়দ আশরাফ বিগত তত্ত্বাবধায়ক সরকারেরর সময়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে৷ আওয়ামী লীগ আর কখনোই ঐ ব্যবস্থায় ফিরে যাওয়ার চিন্তা করেনা৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য যুদ্ধাপরাধী এবং দুর্নীতিবাজদের রক্ষা করা৷ খালেদা জিয়া তাই যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তি দাবি করছেন৷ কিন্তু বিএনপি কোনভাবেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেনা বলে জানান সৈয়দ আশরাফ৷

তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ নেই৷ তাই বিএনপি’কে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি৷ আর নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নিচ্ছে সরকার৷ নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সরকার সার্চ কমিটি গঠন করবে বলেও জানান সৈয়দ আশরাফ৷