পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হলেন যুগ্ম-সচিব তরুণ কান্তি ঘোষ। আর সাবেক ভাইস চেয়ারম্যান এডি মোহাম্মদ আব্দুল বাসেতকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটির অধীনে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিযুক্ত উপসচিব এসএম জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মরত উপসচিব আলী আহসানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব সুরাইয়া বেগম।