শুক্রবার তুরষ্ক, সে দেশে ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এবং সব সামরিক চুক্তি আপাততঃ স্থগিত রেখেছে। গত বছর গাজা অভিমুখে তুর্কী জাহাজে যে মারাত্মক ইসরাইলী আক্রমন হয়, সে সম্পর্কে জাতিসংঘের রিপোর্ট বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর তুরষ্ক এই পদক্ষেপ নেয়।

তুর্কী পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলু শুক্রবার বলেছেন তার সরকার ইস্রাইলের কুটনৈতিক উপস্থিতি সেকেন্ড সেক্রেটারির পর্যায়ে নামিয়ে আনছেন। দীর্ঘ দিন ধরে অপেক্ষা করা হচ্ছে জাতিসংঘের রিপোর্টের জন্য। নিউ ইয়র্ক টাইম্স পত্রিকা অনলাইনে রিপোর্টের কথা ফাঁস করে দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউ ইয়র্ক টাইম্স পত্রিকার অন লাইন সংস্করনে বলা হয় জাতিসংঘের প্যানেল এই উপসংহার টানে যে গাজা ভূখন্ডে ইসরাইলের নৌ অবরোধ বৈধ ছিল। কিন্তু ইসরাইলী সরকার তুরষ্কের জাহাজ থামানোর জন্য অত্যাধিক ও অযৌক্তিক বল প্রয়োগ করেছে। তুর্কী জাহাজটি অবরোধ ভাঙ্গার চেষ্টা করছিলো।