পশ্চিম বঙ্গে রাজ্য বিধান সভার নির্বাচনে তৃণমূল-কংগ্রেস কোয়ালিশন বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেছে। কংগ্রেস দল প্রত্যন্ত উত্তর পুর্বাঞ্চলের অসম রাজ্যে ক্ষমতা বজায় রেখেছে এবং দক্ষিণের কেরালা রাজ্যে কমিউনিস্টের স্বল্প ব্যবধানে পরাজিত করেছে।
ভোটাররা কমিউনিস্টদের তাদের দুটি শক্ত ঘাটিতে ক্ষমতাচ্যুত করেছে। ওদিকে তারা কেন্দ্রে ক্ষমতাসীন কোয়ালিশনকে জোরদার করেছে। রাজ্য বিধান সভার ফলাফল প্রকাশ করা হয় শুক্রবার। পশ্চিম বঙ্গে ভোটাররা কমিউনিস্ট সরকারের তিন দশকের শাসনের অবসান ঘটিয়েছে।