বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও স্বেচ্ছাসেবক দলের সহআইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শরীফ ইউ আহম্মেদকে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামিয়ে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের ক্ষমতাক্ষুধা এখন চারিদিকে সর্বগ্রাসী হয়ে উঠেছে। এ কারণেই তারা প্রতিবাদী কণ্ঠগুলোকে সত্মব্ধ করার জন্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এবং শরীফ ইউ আহম্মেদকে গ্রেফতার করেছে। তিনি বলেন, সরকার দেশের সবকিছু দখল করে নেয়ার প্রক্রিয়ায় আদালতকেও দখল করতে চাচ্ছে বলেই পাপিয়া এবং শরীফকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করেছে।
খালেদা জিয়া বর্তমান সরকারকে জুলুম নির্যাতন ও প্রতিহিংসার পথ পরিহার করে গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানান। অন্যথায় সরকারকে যে কোন পরিণতি বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানান। তিনি অবিলম্বে এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও এ্যাডভোকেট শরীফ ইউ আহম্মেদের মুক্তি দাবি করেন এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান।