চট্টগ্রাম,নগরীর মুরাদপুরে জামায়াতে ইসলামী কর্মীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা আবদুল মান্নানের অবস্থা গুরুতর। তাকে একটি ক্লিনিকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার বিকালে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীদের হামলায় গুরুতর আহত হন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আবদুল মান্নান।
সিএমপি’র গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, তাকে প্রথমে একুশে হাসপাতাল নামে একটি ক্লিনিকে এবং অবস্থার অবনতি হলে সিএসসিআর ক্লিনিকে স্থানান্তর করা হয়।
জামায়াত কর্মীদের হামলায় আবদুল মান্নান ছাড়াও তার দেহরক্ষী কনস্টেবল রিদোয়ান, গাড়ি চালক আশরাফ এবং পাঁচলাইশ থানার এসআই মো. আক্তার আহত হয়েছেন বলে জানান তিনি।
এদের মধ্যে রিদোয়ানকে দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।