ডা. আইভী তার দুই ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারদিল হায়াৎ অনন্তকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করে দোয়া নেন।শেখ হাসিনা আইভীর এই বিপুল বিজয়ে তাকে ও নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানান।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে এলাকার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল রাত প্রায় ৮টায় শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে দেখা করতে গেলে তাকে এ আশ্বাস দেন। এ সময় সেখানে নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানও ছিলেন।

শেখ হাসিনা গণভবনে তার চেম্বারে একান্তে কিছুক্ষণ কথা বলেন ডা. আইভীর সঙ্গে। এ সময় শেখ হাসিনা নারায়ণগঞ্জের যে কোনো ধরনের উন্নয়ন কর্মকা-ে অর্থের কোনো সমস্যা হবে না বলে আইভীকে আশ্বাস দেন। প্রধানমন্ত্রী ডা. আইভী এবং শামীম ওসমানকে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন বৈঠকে।
গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. আইভী মেয়র নির্বাচিত হন।