অতীতে কোন সরকার জনগণকে এভাবে রুখতে পারেনি, বর্তমান ফ্যাসিস্ট সরকারও গণঅভ্যুত্থান ঠেকাতে পারবে না। জোর দেখিয়ে লাভ হবে না বলেও তিনি ক্ষমতাসীন দলকে সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার গায়ের জোরে বন্দুক-পিস্তলের ভয় দেখিয়ে জনগণের কণ্ঠ রোধ করতে চায় ।
গত বৃহস্পতিবারের হরতালে বাধা ও গ্রেফতারের প্রতিবাদে শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর শেখ মুজিব তার লাল বাহিনী দিয়ে হাজার হাজার তরুণ-যুবক হত্যা করেও রক্ষা পায়নি। সব রাজনৈতিক দল ও পত্রিকা বন্ধ করে মানুষের বাকস্বাধীনতা বন্ধ করেও শেষ রক্ষা পায়নি। স্বৈরাচার এরশাদ ৯ মাস অত্যাচার করে জনগণের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে।
জনগণের মিলিত শক্তির কাছে বর্তমান স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিও দাঁড়াতে পারবে না। এ সরকারও জোর শুরু করেছে। আজ পুলিশের বুটের তলায় গণতন্ত্র পিষ্ট। দেশের নিরাপত্তা আজ কাঁটাতারে বন্দী।