বর্মী বিরোধী নেতারা বলেছেন অং সান সুচীর ন্যাশানাল লীগ ফর ডেমোক্রাসি দলটি এপ্রিল মাসে উপ নির্বাচনে অংশগ্রহন অনুমোদন করেছে।
এন ডি এল এর মুখপাত্র নিয়ান উইন বলেছেন ওই সিদ্ধান্ত বৃহস্পতিবার কার্যকর হয়। তিনি বলেন সোমবার দল থেকে আবেদন পত্র গ্রহণ করা হবে যারা দলে যোগ দিতে চান তাদের জন্য। এটা তাত্ক্ষনিক সুস্পষ্ট হয়নি যে সুচী পয়লা এপ্রিল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন কিনা।
এমন সময় ঘোষণা করা হলো যখন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ দুদিনের সফরে বর্মায় গেছেন সরকারের নেতাদের সঙ্গে আলোচনার জন্য। তিনি নেতাদের প্রতি আবেদন জানাবেন তারা যেন সংস্কার করা অব্যাহত রাখেন। তিনি শুক্রবার অং সান সুচীর সঙ্গে সাক্ষাত্ করেন।