সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আগামী রবি ও সোমবার দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে আলাদা সংবাদ সম্মেলন করে দল দুটির পক্ষ থেকে হরতালের এই ঘোষণা দেওয়া হয়। ইসলামী ঐক্যজোটের একাংশ এই কর্মসূচিকে সমর্থন দিয়েছে। এছাড়া ওলামা মাশায়েখ পরিষদ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।