বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । সভাপতি হয়েছেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রশিদ হাবিব ।
গতকাল সোমবার গভীর রাত পর্যান্ত গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় এবং পরে তার বাসভবনে দুই দফা বৈঠকে ২০১ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়।
আজ মঙ্গলবার সকালে খালেদা জিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয নতুন কমিটি।
একইসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়েছে।