ঢাকা মহানগর বিএনপি নেতা লিটুর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সকালে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।রাজপথে সরকারবিরোধী আন্দোলনের নামে নাশকতা সৃষ্টির লক্ষ্যেই এসব বোমা সংগ্রহ করা হয় বলে ধারণা করছেন গোয়েন্দারা।

প্রয়োজনে এ ব্যাপারে সাবেক এমপি বিএনপি নেতা সালাউদ্দিন আহম্মেদকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা।লিটু বিএনপি নেতা ও সাবেক এমপি সালাউদ্দিনের সহযোগী ।  ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পরিচালক অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে মীরহাজিরবাগের ৩৬৪ নম্বর বাড়ির নিচতলা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। বাসাটি স্থানীয় বিএনপি নেতা লিটুর বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঢাকা মহানগর বিএনপি নেতা ও সাবেক এমপি সালাউদ্দিনের সহযোগী হচ্ছে এই লিটু। উদ্ধারকৃত বোমাগুলোর মধ্যে ৮টি পেট্রোল বোমা ও ৩৪টি সাধারণ বোমা। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) সহকারী কমিশনার আজাদ। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই বিএনপি নেতার ছোট ভাই আতিকুর রহমান আতিককে আটক করে। তাকে এ ব্যাপারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।