মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাশীদ পদত্যাগ করেছেন , পদস্থ এক বিচারককে গ্রেফতার করা পক্ষে নেওয়া তাঁর সিদ্ধান্তে কয়েক সপ্তাহের বিরোধি পক্ষিয় প্রতিবাদ বিক্ষোভের পর ।
বিদ্রোহ তাড়িত পুলিশ দল রাজধানী মালেতে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিসনের সদর কার্যালয় দখল করে টেলিভিসনের সম্প্রচারে তাঁর পদত্যাগের দাবী জানানোর পর মোহামেদ নাশীদ পদত্যাগ করলেন ।
ভাইস প্রেসিডেণ্ট মোহাম্মেদ ওয়াহীদ হাসানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন মোহামেদ নাশীদ এবং মোহাম্মেদ ওয়াহীদ হাসান প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ।
এর আগে একদল পুলিশ বিরোধী পক্ষিয় প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলো এবং কাছাকাছিই ক্ষমতাসীন পার্টীর সদস্যদের নেতৃত্বাধীন বিক্ষোভ সমাবেশের ওপর চড়াও হলে সৈন্যেরা কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয় ।
টেলিভিসনে প্রচারিত এক ভাষনে মোহামেদ নাশীদ বলেন – ক্ষমতা টিকিয়ে রাখতে শক্তি প্রয়োগ করবার কোনোরকম ইচ্ছে তাঁর নেই ।