মিশরের ফিরতি প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মোরসিকে বিজয়ী ঘোষণা করা হয়।
তাহরির চত্বরে মি মোরসির সমর্থক যারা সমবেত হয়েছিলেন তারা হর্ষধ্বনি দেন। জনতা উৎসবে মেতে উঠে।
মিশরের নির্বাচন কমিশন রবিবার ঘোষণা করে যে মি মোরসি প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছেন এবং হোসনি মুবারাকের সময়ের প্রধানমন্ত্রী এবং প্রার্থী আহমেদ শাফিককে পরাজিত করেছেন।