আওয়ামী লীগ দফায় দফায় বৈঠক করেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী মনোনয়নে ব্যর্থ হয়েছে।
গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাশী শামীম ওসমান এবং ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দীর্ঘ বৈঠক করেও তাদের অনড় মনোভাবের কারণে একক প্রার্থীর ব্যাপারে সমঝোতা করতে পারেননি। দুই প্রার্থীকে আগামীকাল প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে নিজেদের মধ্যে সমঝোতা করে একক প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দুই প্রার্থীকে বলেন, যে কোনো নির্বাচনেই দলের একাধিক প্রার্থী থাকলে জয়লাভ করা যায় না। কোনোভাবেই ভালো করা যায় না। এটা মনে রাখতে হবে। আর যদি তোমরা নিজেদের মধ্যে সমঝোতা করতে না পার তাহলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দল কাউকেই সমর্থন দেবে না।
কোনো প্রার্থীই কাউকে ছাড় দিতে নারাজ। দুজনই প্রার্থী হতে অনড় এবং জয়লাভে শতভাগ আশাবাদী বলে দাবি করেন।
এছাড়া গত ২ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুপরিবারের সদস্য শামীম ও আইভীকে নিয়ে গণভবনে বসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিন কোনো সমঝোতা হয়নি।