পদ্মাসেতুসহ সব ক্ষেত্রে সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে রোববার ১৮ দলের উদ্যোগে মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায়।
বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন ও ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।