সামপ্রতিক যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘে উপস্থাপিত ‘শান্তির মডেল’ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে অংশগ্রহণ এবং সেখানে উপস্থাপিত তার শান্তির মডেল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে গণভবন সূত্র জানিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সামপ্রতিক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলবেন।