শামীম ওসমানের পক্ষে দলের তিন সাংগঠনিক সম্পাদক কথা বললেও তা দলীয় সমর্থন নয় বলে জানালেন সুরঞ্জিত সেনগুপ্ত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
সুরঞ্জিতের মতো একই কথা বৃহস্পতিবার রাতেও বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

একে দলীয় সমর্থন বলে শামীমের সমর্থকরাও প্রচার করে। আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী শামীম ওসমানের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন সাংগঠনিক সম্পাদক। তারা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমানের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। একে দলীয় সমর্থন বলে শামীমের সমর্থকরাও প্রচার করে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।

তবে শামীমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াত আইভি এর প্রতিক্রিয়ায় বলেছিলেন, “এটি কোনো দলীয় সমর্থন নয়। শামীম ওসমানের বন্ধু বান্ধবদের সমর্থন।”